হোম > সারা দেশ > নেত্রকোণা

পূর্বধলায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেসহ গ্রেপ্তার ৪

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫) হত্যার ঘটনায় তাঁর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার আজিজের ছেলে বিপ্লব (১৯) এবং গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর সহযোগী বিজয় কর্মকার (১৯), মো. তরিকুল ইসলাম (১৮) ও মো. আজহার মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল আজিজ ওই গ্রামের তালেব হোসেনের ছেলে। তিনি স্থানীয় শ্যামগঞ্জ বাজারে পোলট্রি খাদ্যের ব্যবসা করতেন।

র‌্যাব জানায়, নিহত ব্যবসায়ীর ছেলে বিপ্লব মাদকাসক্ত। এ কারণে তাঁর বাবা তাঁকে তিরস্কার ও গালমন্দ করতেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো ভাড়াটিয়া হত্যাকারীদের নগদ ২০ হাজার টাকা ও দুটি চাইনিজ কুড়াল কেনার জন্য ১৫ হাজার টাকা দেন ছেলে বিপ্লব।

ঘটনার দিন রাতে বাবা ও ছেলে একসঙ্গে বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পর ছেলে বাইরে যান। এর কিছু সময় পর আজিজের মোবাইলে কল আসে। এতে তাঁর ছেলে বিপ্লবকে পুলিশ ধরেছে বলে তাঁকে জানানো হয়। খবরে পেয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে বের হন আজিজ। ঘটনাস্থলে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই ছেলে বিপ্লব ও আজাহার পেছন দিক থেকে তাঁর হাত ধরেন এবং অন্যরা গলায় গামছা পেঁচিয়ে ধরেন। পরে চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। এ সময় পাশের একটি পুকুরে কুড়াল দুটি ফেলে দেন তাঁরা। পরে ঘটনা ধামাচাপা দিতে বিপ্লব নিজেই বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন বিপ্লব।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বকুল বেগম পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ছেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় হত্যা মামলার ৩ আসামি মুক্ত হয়: র‌্যাব

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

ময়মনসিংহে তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ-আগুন, আহত ৩০

নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে বহিষ্কার

ভালুকায় দিপু হত্যা: স্লোগান দিয়ে উসকানির অভিযোগে আরও একজন গ্রেপ্তার

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির বিদ্রোহে সংঘাতের শঙ্কা

শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় মিলল ১৩০১ বোতল বিদেশি মদ, আটক ৩