হোম > সারা দেশ > ময়মনসিংহ

পা নিয়ে কুকুরের কাড়াকাড়ি, পরে গর্তে মিলল নারী ও ২ শিশুর লাশ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে লোকালয় থেকে দূরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক নারী ও দুই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন আগেই তাদের হত্যা করে এখানে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় চেয়ারম্যানের ধারণা, অন্য কোনো এলাকা থেকে এনে তাদের এখানে পুঁতে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়ার হাইন্জা মোড়লের বাড়ির মসজিদের সামনের একটি পতিত জমির আইল ঘেঁষা গর্ত থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পিবিআই, র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর ও ছেলে দুটির বয়স ৩ থেকে ৪ বছর হবে বলে ধারণা পিবিআইয়ের।

স্থানীয়রা বলছেন, বেলা ১টার দিকে কয়েকটি কুকুর মানব শিশুর পায়ের অংশবিশেষ নিয়ে ছোটাছুটি করছিল। এটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং দুর্গন্ধের সূত্র ধরে এগিয়ে একটি গর্তে মরদেহগুলো দেখতে পান। পরে বেলা ৩টার দিকে ত্রিশাল থানা-পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহগুলো পচে দুর্গন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেকেরও বেশি সময় আগে তাদের কেউ হত্যা করে পুঁতে রেখেছে। এখনো পর্যন্ত মরদেহগুলো আমাদের এলাকার না বলে মনে হচ্ছে। অন্য কোনো এলাকা থেকে এনে এখানে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।’

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচরে তিনটি মরদেহ পাওয়া গেছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাদের হত্যা করে লাশ গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’

ময়মনসিংহ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, কাকচর নয়াপাড়ার একটি দুর্গম এলাকায় লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তিনটি মরদেহ উদ্ধার হয়েছে। একজন নারী এবং দুটি ছেলের। মহিলার বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ ও ছেলে দুটির বয়স তিন থেকে চার বছর হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, আনুমানিক পাঁচ দিন আগে তাদের এখানে পুঁতে রাখা হয়েছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পিবিআই, র‍্যাব সবাই টেকনোলজি কাজে লাগিয়ে দ্রুত এই মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক