হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবশেষে এমপিও স্থগিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বাকচান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ওই শিক্ষকের এমপিও বাতিল করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একটি চিঠি প্রকাশ করা হয়।

মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের অবস্থান পঞ্চমে। তিনি নিজের মামা ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল মনসুরের ছত্রচ্ছায়ায় ২০২২ সালের আগস্টে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ বাগিয়ে নেন।

এর আগে তথ্য গোপন, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রভাষক ও সহকারী অধ্যাপকে পদোন্নতি হন তিনি। একই সঙ্গে ভোগ করেন বেতন, ভাতাসহ অন্য সুবিধাও।

এসব অভিযোগে পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা অধিদপ্তর বরাবর অভিযোগ দেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ধরা পড়ায় গত ২৭ সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাশার ওই শিক্ষককে নোটিশ পাঠান।

নোটিশে প্রায় এক বছরের বেতন-ভাতা, দুই ঈদ বোনাস, বৈশাখী ভাতা ছাড়া অতিরিক্ত উত্তোলন করা ১ লাখ ১৭ হাজার ১৭৬ টাকা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়। তা না হলে মাদ্রাসার এমপিও বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নোটিশে জানানো হয়।

এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তদবির শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিও স্থগিত করেছে।

এ নিয়ে ১ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে ‘জালিয়াতি করে হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভোগ করলেন সুযোগ-সুবিধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত