হোম > সারা দেশ > ময়মনসিংহ

২৭ বছর পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

সাজা থেকে বাঁচতে ২৭ বছর আত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামি কামাল হোসেনের। গতকাল বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানার পুলিশ গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

কামাল হোসেন ময়মনসিংহের ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভালুকা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজল হোসেন, এসআই নজরুল ইসলাম ও এএসআই পাইলট ভৌমিকের নেতৃত্বে গতকাল রাতে গাজীপুরের কাশিমপুরে একটি চায়ের দোকান থেকে দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা হত্যা মামলার আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।’ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে আসামি কামাল হোসেনের (৫২) সঙ্গে উপজেলার ভরাডোবা গ্রামের হযরত আলীর মেয়ে সুরাইয়া খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা পরিবারের অগোচরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন ঘর-সংসার করার পর কামাল হোসেন জানতে পারেন সুরাইয়া খাতুনের আগে আরও দুটি বিয়ে হয়েছে।

সুরাইয়ার প্রথম স্বামীর ঘরে তিনটি ছেলেসন্তান এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। এরপর থেকেই দুজনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পরে কামাল হোসেন অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করার একপর্যায়ে সুরাইয়া খাতুন নিখোঁজ হন। নিখোঁজের সাত দিন পর পার্শ্ববর্তী নারাংগীপাড়ার কুদ্দুস মিয়ার বাড়ির ল্যাট্রিনের পাশে থেকে সুরাইয়ার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সুরাইয়ার বাবা হযরত আলী বাদী হয়ে ভালুকা থানায় কামাল হোসেন, ইসমাইল হোসেন, হেলেনা খাতুন, তারাফ হোসেন, জামিলা খাতুন, মর্জিনা খাতুন ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে ২০১৯ সালের ২১ জুলাই আসামি কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া মামলার অপর আসামি তারাফ হোসেন, জামিলা খাতুন ও মর্জিনা খাতুন মৃত্যুবরণ করায় তাদের অব্যাহতি এবং আসামি আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন ও হেলেনা খাতুনকে খালাস দেন আদালত।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র