হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা 

জামালপুর ও মেলান্দহ প্রতিনিধি

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামালপুরের মেলান্দহ যুবলীগের নেতার বাড়িতে অনশন করা নারী থানায় ধর্ষণ মামলা করেছেন। আজ মঙ্গলবার সদর থানায় নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। 

মামলায় একমাত্র আসামি করা হয়েছে অভিযুক্ত মুজিবুল হাসান শামীম হাজারীকে (৩৮)। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর যুবলীগের সহসভাপতি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাওনেওয়াজ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, এক বছর আগে শামীম হাজারীর সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক হয়। পরে গত এপ্রিল মাসে বিয়ের কথা বলে তাঁকে জামালপুর শহরে একটি ভাড়া বাসা নিয়ে দেন ওই যুবলীগ নেতা। ওই বাসায় বাদী বসবাস করতে শুরু করেন। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় তাঁকে ধর্ষণ করেন যুবলীগের ওই নেতা। পরে তাঁকে বিয়ের জন্য চাপ দিলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। গত সোমবার দুপুরের দিকে ওই নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী। 

এ বিষয়ে কথা বলতে মুজিবুল হাসান শামীম হাজারীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাওনেওয়াজ বলেন, ‘ধর্ষণের অভিযোগে ওই নারী বাদী হয়ে মুজিবুল হাসান শামীম হাজারীকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিমকে মেডিকেল করতে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত