হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা 

জামালপুর ও মেলান্দহ প্রতিনিধি

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামালপুরের মেলান্দহ যুবলীগের নেতার বাড়িতে অনশন করা নারী থানায় ধর্ষণ মামলা করেছেন। আজ মঙ্গলবার সদর থানায় নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। 

মামলায় একমাত্র আসামি করা হয়েছে অভিযুক্ত মুজিবুল হাসান শামীম হাজারীকে (৩৮)। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর যুবলীগের সহসভাপতি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাওনেওয়াজ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, এক বছর আগে শামীম হাজারীর সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক হয়। পরে গত এপ্রিল মাসে বিয়ের কথা বলে তাঁকে জামালপুর শহরে একটি ভাড়া বাসা নিয়ে দেন ওই যুবলীগ নেতা। ওই বাসায় বাদী বসবাস করতে শুরু করেন। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় তাঁকে ধর্ষণ করেন যুবলীগের ওই নেতা। পরে তাঁকে বিয়ের জন্য চাপ দিলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। গত সোমবার দুপুরের দিকে ওই নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী। 

এ বিষয়ে কথা বলতে মুজিবুল হাসান শামীম হাজারীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাওনেওয়াজ বলেন, ‘ধর্ষণের অভিযোগে ওই নারী বাদী হয়ে মুজিবুল হাসান শামীম হাজারীকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিমকে মেডিকেল করতে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার