স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামালপুরের মেলান্দহ যুবলীগের নেতার বাড়িতে অনশন করা নারী থানায় ধর্ষণ মামলা করেছেন। আজ মঙ্গলবার সদর থানায় নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী।
মামলায় একমাত্র আসামি করা হয়েছে অভিযুক্ত মুজিবুল হাসান শামীম হাজারীকে (৩৮)। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর যুবলীগের সহসভাপতি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাওনেওয়াজ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এক বছর আগে শামীম হাজারীর সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক হয়। পরে গত এপ্রিল মাসে বিয়ের কথা বলে তাঁকে জামালপুর শহরে একটি ভাড়া বাসা নিয়ে দেন ওই যুবলীগ নেতা। ওই বাসায় বাদী বসবাস করতে শুরু করেন। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় তাঁকে ধর্ষণ করেন যুবলীগের ওই নেতা। পরে তাঁকে বিয়ের জন্য চাপ দিলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। গত সোমবার দুপুরের দিকে ওই নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী।
এ বিষয়ে কথা বলতে মুজিবুল হাসান শামীম হাজারীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাওনেওয়াজ বলেন, ‘ধর্ষণের অভিযোগে ওই নারী বাদী হয়ে মুজিবুল হাসান শামীম হাজারীকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিমকে মেডিকেল করতে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’