হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই, মা-ছেলেসহ গ্রেপ্তার ৩ 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মা ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার হিন্দুপল্লী নদীর পাড় এলাকা এবং পার্শ্ববর্তী উপজেলা ভালুকার সিষ্টোর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের বেদেনা খাতুন (৫৯), তাঁর ছেলে হারুন মিয়া (৪৪) ও আরেক ছেলে মো. নাঈম (২৫)।

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গতকাল সোমবার পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবীর বাদী হয়ে এই তিনজনকে অভিযুক্ত করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বেদেনা নামের ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে ধানিখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যায় পুলিশ। বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তাঁর ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মাকে ছিনিয়ে নিয়ে যায়।

 এ সময় ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন, উপপুলিশ পরিদর্শক গোলাম রসুল ও রাকিব আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সে সময় আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার