হোম > সারা দেশ > নেত্রকোণা

সালিসের রায়ে ক্ষুব্ধ হয়ে গাছে মাথা ঠুকলেন যুবক, হাসপাতালে মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে গাছের সঙ্গে মাথা ঠুকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম কাইয়ুম মিয়া (৩৫)। আজ মঙ্গলবার উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কাইয়ুম মিয়া এবং ফজলুর রহমান ও মতিউর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে গতকাল সোমবার এক গ্রাম্য সালিস বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে বিরোধপূর্ণ জায়গা প্রতিপক্ষকে দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে ক্ষুব্ধ হয়ে কাইয়ুম সালিস বৈঠক শেষে দৌড়ে গিয়ে একটি নারকেল গাছের সঙ্গে সজোরে মাথা ঠুকলে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

খবর পেয়ে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে। কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে