ময়মনসিংহে ছয় দিনের ব্যবধানে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি এর আগেও একই স্থানে লাইনচ্যুত হয়েছিল।
আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে শম্ভুগঞ্জ এলাকার ৩৪৭ কিলোমিটার পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ।
ওসি মহিউদ্দিন বলেন, ‘ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি শম্ভুগঞ্জের কিলোমিটার পিলার ৩৪৭-এর কাছে যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।’
ওসি আরও বলেন, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।