হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে সালিস শেষে বাড়ি ফেরার পথে মারামারিতে যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সালিসে মারামারির ঘটনায় মো. রাজ্জাক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে।

নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের আলম মিয়া বছরখানেক আগে পাশের খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে গতকাল সোমবার রাতে স্থানীয় মধুপুর গ্রামে দুই পক্ষে সালিস হয়। কিন্তু সালিসে বিষয়টির সমাধান হয়নি।

আরও জানা গেছে, সালিস শেষে বাড়ি ফেরার পথে তৃতীয় পক্ষ সাইফুল ইসলামের সঙ্গে রাজ্জাক মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রাজ্জাক মিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে মো. রাজ্জাকের মৃত্যুর পর থেকে সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। মোবাইল ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. উসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘বউয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সালিসে আমিও উপস্থিত ছিলাম। মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে বসার কথা বলে চলে আসি। পরে শুনেছি, মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে রয়েছে ৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত