হোম > সারা দেশ > ময়মনসিংহ

১১ বছর পর নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ইয়াসের খান চৌধুরী, এনামুল কাদির, মিজানুর রহমান লিটন, এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, রফিকুজ্জামান ভূঁইয়া মনি। ছবি: সংগৃহীত

১১ বছর পর ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ওই কমিটির অনুমোদন দেন।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন ইয়াসের খান চৌধুরী। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া মিজানুর রহমান লিটনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিতে ১১২ জনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে নান্দাইল পৌর বিএনপির কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক করা হয়। সদস্যসচিব করা হয়েছে রফিকুজ্জামান ভূঁইয়া মনিকে। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। কমিটির সদস্যসংখ্যা ৮১।

এদিকে দীর্ঘদিন পর কমিটি ঘোষণা করায় নান্দাইলের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা