হোম > সারা দেশ > ময়মনসিংহ

৬৮ বছর পর মিলল স্বজনদের দেখা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

দূরত্ব কখনো রক্তের সম্পর্কে ছেদ টানতে পারে না। নিজ বংশধরদের খোঁজে দেশ–বিদেশ ঘুরে বেড়ানোর ইতিহাস বিরল নয়। কিন্তু মাত্র ১৪০ কিলোমিটার দূরত্বে বসবাস করা স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবধান ৬৮ বছর দীর্ঘ হলে তা সত্যিই পীড়াদায়ক। 

গত শুক্রবার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের চন্দ্রপুর থেকে ২২ সদস্যদের একটি পরিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের আহাম্মদ হোসেন ফকিরের বাড়িতে আসেন। ২২ সদস্যের ওই পরিবারটি মো. ফারুক আহমেদ, ইউপি সদস্য মো. রতন মিয়ার নেতৃত্বে শুক্রবার সকালে স্বজনের সন্ধানে বাড়ি থেকে বের হন। সারা দিন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নান্দাইলের আচারগাঁও গ্রামে নিজেদের রক্তের বাঁধনের সূত্র খুঁজে পান। ৬৮ বছর পর স্বজনদের সন্ধান পেয়ে আবেগে আপ্লুত সবাই। 

ওই পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ২০০ বছর আগে ইংরেজ শাসনামলে নান্দাইলে ফকির ও সরকার পরিবার নামে দুটি পরিবার বাস করত। দুই পরিবার মূলত একই বংশোদ্ভূত। পরে দুই পরিবারে একটি কিশোরগঞ্জের ইটনায় চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করেন। আচারগাঁও গ্রামের আহম্মদ ফকিরের পিতা মৃত জাফর আলী ফকির ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের এবং ইটনার মৃত তিন চাচাতো ভাই আবুল হোসেন সরকার, কাবিল হোসেন, ডেঙ্গু মিয়ার সম্পর্কে চাচাতো ভাই। তাঁর প্রত্যেকে জীবিত থাকা অবস্থায় ৬৮ বছর আগে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু তাঁরা মারা যাওয়ার পর আর যোগাযোগ হয়নি। 

সর্বশেষ কিছুদিন আগে, ইটনা উপজেলার ফারুক (সম্পর্কে আহাম্মদ ফকিরে ভাতিজা) ও রতন মেম্বার (সম্পর্কে আহাম্মদ ফকিরের চাচাতো ভাই) জানতে পারেন নান্দাইলে তাঁদের স্বজনেরা রয়েছে। পরেই নান্দাইলে আসেন স্বজনদের খোঁজে। 
 
মো. রতন মেম্বার (৬৫) আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমরা আর ভুল করব না। এখন থেকে নিয়মিত আসা-যাওয়ার মাধ্যমে আত্মীয়তার বন্ধন অটুট রাখব।’ 

আচারগাঁও গ্রামে বসবাসকারী আহাম্মদ হোসেন ফকির (৭০) বলেন, ‘ভাই–ভাতিজাদের ফিরে যে আনন্দ আমরা পেয়েছি তা অন্য কোনো আনন্দের চেয়ে কোনো অংশে কম নয়।’ 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা