হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ার চালা গ্রামের বাড়ির পাশের পরিত্যক্ত এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পারভীন আক্তার চালা গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাওয়ার পর ফুপু হালিমা খাতুনের বাড়িতে থেকে পার্শ্ববর্তী সখিপুর উপজেলার বড়চওনা-কুতুবপুর বিকে ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের লেখাপড়া করতেন। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পারভীন কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজাখুঁজির করে কোথাও তাঁর সন্ধান মেলেনি। 

সোমবার সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ দুপুরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, ‘মেয়েটির বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার ফুপুর বাড়িতেই বসবাস করে আসছিল। কি কারণে এমনটা হলো, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’ 

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার আউলিয়ার চালা এলাকার একটি পুকুর থেকে এক মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা-মা মারা যাওয়ার পর সে তাঁর ফুপু হালিমা খাতুনের বাড়িতে থাকত। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে মেয়েটি নিখোঁজ হলেও থানায় কোনো ডায়েরি করা হয়নি। তদন্তের পর খুন না অন্য কিছু তা বিস্তারিত জানা যাবে।’ 

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত