ময়মনসিংহের হালুয়াঘাটে গরুর বাজারসংলগ্ন মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে বাজারে আগুনের শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে হালুয়াঘাট ও ফুলপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মার্কেটটিতে বিভিন্ন ধরনের দোকান ছিল। আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।