হোম > সারা দেশ > ময়মনসিংহ

সহায়তা পেলেন সেই বৃদ্ধ ভিক্ষুক দম্পতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলের সেই বৃদ্ধ ভিক্ষুক দম্পতিকে সহায়তা দিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাস ভবনের সামনে ঈদসামগ্রী দেন তিনি। সহায়তার মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি তেল, দুই কেজি চিনি, দুই প্যাকেট দুধ, দুই প্যাকেট সেমাই, দুই প্যাকেট নুডলস ও এক হাজার টাকা। 

তা ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংগঠনের পক্ষ থেকে এক কেজি চিনি, এক কেজি তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, একটি ফার্মের মুরগি ও মসলা দেওয়া হয়। এদিকে গরুর মাংস খেতে চাওয়ায় বৃদ্ধাকে সোহাগ আকন্দ নামে এক ব্যক্তি এক কেজি গরুর মাংস ও নগদ কিছু টাকা প্রদান করেন। 

গতকাল বুধবার আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘স্বামীডারে লইয়া ভিক্ষা কইরা জীবনডা আর চলে না’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ইউএনওসহ বেশ কয়েক ব্যক্তি ও সংগঠন ওই দম্পতিকে সহায়তায় এগিয়ে আসে।  

গতকাল দুপুরে উপজেলা পরিষদের মসজিদের সামনে নিজেদের অসহায়ত্বের কথাগুলো আজকের পত্রিকার প্রতিনিধিকে বলেন আবাল হোসেন (৮৮) ও সোলেমা বেগম (৬৬) দম্পতি। সোলেমা বেগম বলেন, ‘স্বামীডা আমার পঙ্গু। হুইলচেয়ারে কইরা রইদের (রোদ) মধ্যে ঘুরতাছি পাঁচ-দশ টাকার জন্য। রোজা থাইকা আর পারি না বাবা। জীবনডা আর চলে না। গরিবের কষ্ট কেউ দেহে না। এই রোজায় একটু দুধ, মাংস আমার কপালে জুটল না।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা