হোম > সারা দেশ > নেত্রকোণা

অটোরিকশা চার্জ শেষে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় চার্জ শেষে অটোরিকশা থেকে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে এক চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম অপু মিয়া (২২)। আজ শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

অপু মিয়া চত্রংপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে ঘরের একপাশে নিজের অটোরিকশা চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন অপু। আজ শনিবার ভোরে ঘুম থেকে উঠে থেকে অটোরিকশা চার্জের সংযোগ খুলতে গেলে বিদ্যুতায়িত হন অপু।

তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে অপু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অপু মিয়ার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত