হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল মিয়া (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। 

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের র‍্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কামালকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। 

গ্রেপ্তার কামাল মিয়া শহরের থানা ঘাট এলাকার বাসিন্দা। তিনি মোটর মেরামতের কাজ করেন। 

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ২৪ মার্চ বিকেলে চিকিৎসকের কাছে যাবেন বলে পায়েল নামের এক নারী শিশুটিকে জানান। শিশুটি তাঁর সঙ্গে যেতে রাজি হয়। কিন্তু ওই নারী শিশুটিকে চিকিৎসকের কাছে না নিয়ে নগরীর খাগডহর ঘুণ্টি এলাকার একটি বাসার ষষ্ঠতলায় নিয়ে যান। সেখানে কামালের কাছে তুলে দেন। এ সময় কামাল শিশুটিকে ধর্ষণ করেন এবং কাউকে কিছু বলতে নিষেধ করেন। 

পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হলে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কামাল ও পায়েলকে আসামি করে ধর্ষণ মামলা করেন বলে জানান র‍্যাব কর্মকর্তা আনোয়ার। 

ধর্ষণ মামলায় র‍্যাব অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানার টেংরারচর এলাকা থেকে কামাল মিয়াকে গ্রেপ্তার করে। কামালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২