হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিদ্যালয়ের কমিটি নিয়ে সংঘর্ষ, অভিভাবক সদস্য নিহত

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদরের হরিণধরা উচ্চবিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

শেরপুর সদরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চবিদ্যালয়ে এ সংঘর্ষ ঘটে।

নিহত ব্যক্তির নাম হারেজ আলী (৪০)। তিনি হরিণধরা গ্রামের মৃত শরাফত আলী মণ্ডলের ছেলে। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ছিলেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হরিণধরা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটিকে কেন্দ্র করে হরিণধরা গ্রামের দুটি পক্ষের মধ্যে বিবাদ ও আদালতে মামলা চলছে। আদালত শান্তি বজায় রাখার জন্য কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বাবুল, অ্যাডহক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মুক্তাসহ অন্যরা বিদ্যালয়ের অফিসকক্ষে এক সভা আহ্বান করেন।

এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. হারেজ আলী বেআইনিভাবে সভা করার প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। তখন হারেজের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর সদরের হরিণধরা উচ্চবিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের সদস্য ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এখন পর্যন্ত পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত