হোম > সারা দেশ > ময়মনসিংহ

পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের চেষ্টা, আইনজীবী-ডিবি সদস্যদের ‘ধস্তাধস্তি’

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টাকালে ডিবি সদস্যদের সঙ্গে আইনজীবীর ধস্তাধস্তি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে পরোয়ানা ছাড়াই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে এক আইনজীবীর ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকায় এ ঘটনা ঘটে। ওই আইনজীবীকে পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী আইনজীবীর নাম রাসেল তালুকদার। তিনি বলেন, ‘গৌরীপুরে একটি হত্যা মামলার শুনানি শেষে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে গেলে সেখানে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা মামলাটির আসামিদের তুলে নিতে চেষ্টা করে। তখন আমি বাধা দিয়ে বলি, তাঁদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। তবু তাঁদের কেন তুলে নেওয়া হচ্ছে। কিন্তু ডিবির সদস্যরা আমার কোনো কথা না শুনেই টানাহেঁচড়া করে আমাকে ও আমার মক্কেলদের ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় আমাকে লাঞ্ছিত করা হয়।’

আইনজীবীর সঙ্গে অন্য একটি হত্যা মামলার আসামি মো. লিয়ন সরকার (২৫) ও তাঁর ভোট ভাই রিপন সরকারকেও (২২) ডিবি হেফাজতে নেওয়া হয়। তাঁরা গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। ২০১৮ সালের একটি হত্যা মামলার আসামি দুই ভাই জামিনে রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রাসেল তালুকদার।

এদিকে পুলিশের পক্ষ থেকে লিয়ন সরকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়নকে ধরা হয়। এ সময় বাধা দেওয়ায় আইনজীবীকেও নিয়ে আসা হয়েছিল।’

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা ডিবি পুলিশের কাছে গিয়ে আলোচনা করে আইনজীবীকে নিয়ে এসেছি, বিষয়টি মিটে গেছে।’

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত