হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কা অটোরিকশার ২ নারী যাত্রী নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার থাকা দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। এখনও নিহত দুই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে নান্দাইল হাইওয়ে থানা-পুলিশ। 

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে অটোরিকশায় করে শিশুসহ দুই নারী যাত্রী কিশোরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ দুই নারী ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোতে থাকা দুই নারীসহ শিশু গুরুতর আহত হয়। পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়। মাইক্রোবাসটি পালিয়ে গেছে। নিহতদের রিচয় শনাক্তের চেষ্টা চলছে।’ 

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক