হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে আজ রোববার সকালে মামলা দায়ের করেছেন সরিষাবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

তিনি বলেন, আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শনিবার প্রায় দেড় ঘণ্টা বিলম্বে রাত ১টা ১০ মিনিটে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আসে। তারাকান্দি স্টেশন অভিমুখে ছেড়ে যাওয়ার সময় পেছনের দুটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই বগি দুটির পুরো অংশে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি বগিই পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং পাশের অপর একটি বগি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা হয়েছে। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে