হোম > সারা দেশ > নেত্রকোণা

জামিনে বেরিয়ে ধর্ষণ মামলার বাদীকে হুমকি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় আমিনুল ইসলাম লালন (৩৮) নামের এক ধর্ষণ মামলার আসামি জামিনে বেরিয়ে বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমন অভিযোগে এনে গতকাল রোববার ধর্ষণের শিকার ওই তরুণী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ সোমবার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। আমিনুল ইসলামের বাড়ি সুনমাগঞ্জের মধ্যনগর উপজেলার মোহনপুর গ্রামে। তিনি মধ্যনগর উপজেলার কালাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। ভুক্তভোগী তরুণীর বাড়িও একই উপজেলায়। 

জিডি সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমিনুলের। সেই সূত্রে গত সেপ্টেম্বরে ভুক্তভোগী তরুণীকে নিয়ে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা এলাকায় ঘুরতে নিয়ে যান আমিনুল। সেখানে গিয়ে ওই তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত অক্টোবরে ওই তরুণী আমিনুলের বিরুদ্ধে কলমাকান্দা থানায় ধর্ষণ মামলা করেন।

মামলায় আমিনুল প্রথমে উচ্চ আদালত থেকে ২৮ দিনের জামিন পান। পরে নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন নেন। জামিন পেয়ে গত শুক্রবার ওই তরুণীকে রাস্তায় আক্রমণ করেন আমিনুল। এ সময় মামলা তুলে নিতে চাপ দেন। অন্যথায় তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন আমিনুল। 

এ নিয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।   

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার