হোম > সারা দেশ > নেত্রকোণা

জামিনে বেরিয়ে ধর্ষণ মামলার বাদীকে হুমকি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় আমিনুল ইসলাম লালন (৩৮) নামের এক ধর্ষণ মামলার আসামি জামিনে বেরিয়ে বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমন অভিযোগে এনে গতকাল রোববার ধর্ষণের শিকার ওই তরুণী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ সোমবার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। আমিনুল ইসলামের বাড়ি সুনমাগঞ্জের মধ্যনগর উপজেলার মোহনপুর গ্রামে। তিনি মধ্যনগর উপজেলার কালাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। ভুক্তভোগী তরুণীর বাড়িও একই উপজেলায়। 

জিডি সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমিনুলের। সেই সূত্রে গত সেপ্টেম্বরে ভুক্তভোগী তরুণীকে নিয়ে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা এলাকায় ঘুরতে নিয়ে যান আমিনুল। সেখানে গিয়ে ওই তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত অক্টোবরে ওই তরুণী আমিনুলের বিরুদ্ধে কলমাকান্দা থানায় ধর্ষণ মামলা করেন।

মামলায় আমিনুল প্রথমে উচ্চ আদালত থেকে ২৮ দিনের জামিন পান। পরে নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন নেন। জামিন পেয়ে গত শুক্রবার ওই তরুণীকে রাস্তায় আক্রমণ করেন আমিনুল। এ সময় মামলা তুলে নিতে চাপ দেন। অন্যথায় তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন আমিনুল। 

এ নিয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।   

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত