হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মাহমুদা বেগম (৪৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত মাহমুদা বেগম (৪৫) ওই এলাকার বাসিন্দা আব্দুর রউফের স্ত্রী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার চাচা আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আজ সকালে স্থানীয় গণমান্যরা সালিস করেন। কিন্তু সালিসে বিষয়টি সমাধান না হওয়ায় সবাই বাড়ি চলে যায়।’ 

আব্দুর রউফ আরও বলেন, ‘আজ দুপুরে আমরা জুমার নামাজ পড়তে মসজিদে চলে যায়। এ সময় চাচা আব্দুর রাজ্জাক ও তাঁর ছেলে মাসুদ আমার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তিনি।’ এ ঘটনার বিচার দাবি জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। কী কারণে এমন হয়েছে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার