হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ডোবায় পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ডোবায় পড়ে আদিত্য রুরাম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই গ্রামের মৃত গাসু ঘাগরা ও লোনা তেরেজা রুরাম দম্পতির সন্তান এবং সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী ও স্বজনেরা জানান, আদিত্য রুরামের জন্মের এক বছরের মাথায় তার বাবা গাসু ঘাগরা মারা যান। এর তিন বছর পর তার মা লোনা তেরেজা রুরাম মারা যান। পরে নানি মিতালির কাছে থাকত রুরাম আদিত্য।

তারা আরও জানান, মঙ্গলবার স্কুল ছুটির পর আদিত্য রুরাম বাড়িতে বই রেখে বন্ধুদের সঙ্গে পাশে একটি জমিতে খেলাধুলা করছিল। জমির পাশেই ছিল ৭ / ৮ ফুটের গভীর একটি ডোবা। হঠাৎ ওই ডোবায় পড়ে যায় আদিত্য। অন্য শিশুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

তাদের ডাক–চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে ডোবা থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, আদিত্য রুরাম মেধাবী ছিল। আচরণ ছিল খুব নর্ম ভদ্র। তার অকাল মৃত্যুতে শিক্ষক–শিক্ষার্থীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু কখনো কাম্য নয়।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, ‘হাসপাতালের নিয়ে আসার আগেই আদিত্য মারা গেছে।’ 

কলমাকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে আদিত্যর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা