হোম > সারা দেশ > ময়মনসিংহ

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো কণ্ঠ শিল্পী সালমার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। গত সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে ‘ইউরোপিয়ান পার্ক’ নামে একটি রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুসহ প্রমুখ। এ সময় অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান পার্কটির স্বত্বাধিকারী সংগীত শিল্পী সালমা ও তাঁর স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর। 

উপজেলার জুগলী ইউনিয়নে হালুয়াঘাট-নালিতাবাড়ী সড়কে জাদুকুড়া এলাকায় প্রায় ৬ একর জায়গায় জুড়ে গড়ে তুলা হয়েছে নতুন এই রিসোর্ট। সালমা জানান, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় বিনোদনের স্থানগুলো হারিয়ে যাচ্ছে। এমন ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে এমন একটি পার্ক করার পরিকল্পনা করা। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হলো। 

বিনোদন পিয়াসিদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হলো। আশা করি বিনোদন ব্যবস্থায় এই পার্কটি একটু ভিন্নমাত্রা যোগ করবে দর্শনার্থীদের জন্য। এখনো পার্কে কিছু কাজ বাকি রয়েছে, খুব দ্রুত সময়ের তা শেষ করা হবে। পার্কটিকে সামগ্রিকভাবে নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

অনুষ্ঠান দেখতে আসা স্থানীয় তারিকুল বলেন, ‘আমাদের এই এলাকায় এমন একটি সুন্দর পার্ক তৈরি করায় সালমা ভাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। অন্তত দিনের ক্লান্তি টুকু এখানে এসে দূর করা যাবে।’ 

জানতে চাইলে সালমার স্বামী হালুয়াঘাটের সানাউল্লাহ নূরে সাগর জানান, প্রায় ৬ একর জায়গাজুড়ে এই পার্ক গড়ে তোলা হয়েছে। পার্কে হোটেল-রেস্তোরাঁসহ শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নিত্য নতুন বিষয় যোগ করা হয়েছে। পর্যায়ক্রমে ভ্রমণপিপাসুদের একটি প্রিয় জায়গা হয়ে উঠবে এটি বলে মন্তব্য করেন তিনি। 

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত