হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় যুবলীগ নেতা আওয়াল হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগ নেতা আব্দুল আওয়াল (৪১) হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে নিহতের ছোট ভাই মো. রাসেল মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। 

এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। আওয়াল উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহটির গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। 

মামলার বাদী ও নিহতের ছোট ভাই মো. রাসেল বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় তাঁর প্রতিবেশী মোবাইল ফোনে জানান, আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। তিনি এসে দেখেন নিজ ঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। 

পরে আজ রোববার সকালে তিনি কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আজ সকালে নিহত আব্দুল আওয়ালের ছোট ভাই রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার