হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় যুবলীগ নেতা আওয়াল হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগ নেতা আব্দুল আওয়াল (৪১) হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে নিহতের ছোট ভাই মো. রাসেল মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। 

এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। আওয়াল উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহটির গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। 

মামলার বাদী ও নিহতের ছোট ভাই মো. রাসেল বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় তাঁর প্রতিবেশী মোবাইল ফোনে জানান, আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। তিনি এসে দেখেন নিজ ঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। 

পরে আজ রোববার সকালে তিনি কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আজ সকালে নিহত আব্দুল আওয়ালের ছোট ভাই রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।

কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় হত্যা মামলার ৩ আসামি মুক্ত হয়: র‌্যাব

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

ময়মনসিংহে তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ-আগুন, আহত ৩০

নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে বহিষ্কার

ভালুকায় দিপু হত্যা: স্লোগান দিয়ে উসকানির অভিযোগে আরও একজন গ্রেপ্তার

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির বিদ্রোহে সংঘাতের শঙ্কা

শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় মিলল ১৩০১ বোতল বিদেশি মদ, আটক ৩