হোম > সারা দেশ > ময়মনসিংহ

ব্যাডমিন্টন খেলে ফেরার সময় সড়কে আহত কিশোরের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি

ব্যাডমিন্টন খেলে ফেরার পথে শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় ফাহাদ ইলাহী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চিথলিয়া এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সে স্কুলশিক্ষক মঞ্জুরুল হক লিটনের ছেলে। ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে নকলা পৌর শহরের উকিলপট্টিতে বসবাস করছেন।

পারিবারিক সূত্র জানায়, রোববার রাতে ফাহাদ ব্যাডমিন্টন খেলতে সদর উপজেলার তারাকান্দি এলাকায় যায়। খেলা শেষে গভীর রাতে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

এতে সে অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ এখনো অভিযোগ করেননি।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার