হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেস থেকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরীর খাগডহর ঘুন্টি মহল্লার একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হাসিবুল ইসলাম শিহাব রাজধানীর কামরাঙ্গী চর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, হাসিবুল ইসলাম শিহাব মেসের নিজ কক্ষে গতকাল রাতে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে বিকেল হয়। কিন্তু, সে কক্ষ থেকে বের হয় না। পরে তাকে এক সহপাঠি ডাকাডাকি করে। কিন্তু, কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাসুল সামদানী আজাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তার মৃত্যুতে পরিবার ও পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার