হোম > সারা দেশ > নেত্রকোণা

নিজ ঘরে গলায় তার প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল যুবলীগ নেতার মরদেহ 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় নিজ বাড়িতে গলায় ডিশের তার প্যাঁচানো অবস্থায় এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুজ্জামান। 

আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দা শহরে ওই যুবলীগ নেতার মাছমহাল-সংলগ্ন বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবলীগ নেতার নাম মো আব্দুল আওয়াল (৪২)। তিনি ওই এলাকার মৃত কেফায়েত উল্লাহ টিপুর বড় ছেলে। আব্দুল আওয়াল কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সহসম্পাদক ছিলেন। 

তাঁর স্ত্রীর নাম সেলিনা আক্তার। মরদেহ উদ্ধারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেলিনা আক্তারকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

পুলিশ ও স্থানীয়রা বলছে, কিছুদিন ধরে স্ত্রী সেলিনা আক্তার ও আওয়ালের পরিবারের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন তাঁর স্ত্রী সেলিনা আক্তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল সন্ধ্যায় নিহতের শোয়ার ঘরে ডিশের তার প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। 

নিহতের ছোট ভাই রাসেল মিয়া আজকের পত্রিকাকে জানান, তিনি একটি ইফতার অনুষ্ঠান থেকে ফিরে জানতে পারেন তাঁর ভাই মারা গেছেন। তিনি এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে হত্যাকারীকে শনাক্তের দাবি জানিয়েছেন। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার