হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বালুর গদি ঘরে মিলল গৃহবধূর মরদেহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে এক বালুর গদি ঘর থেকে সেলিনা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত গৃহবধূ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী। দীর্ঘদিন যাবৎ পৌরসভার শিবগঞ্জ এলাকার একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা খাতুন গতকাল সোমবার বিকেলে তাঁর বাপের বাড়ি নেত্রকোনার বাহাদুরপুর গ্রামে যাওয়ার কথা বলে শিবগঞ্জের ভাড়াটিয়া বাড়ি থেকে রওনা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। ঈদে বালু ব্যবসা বন্ধ থাকায় আজ বুধবার বিকেলে পুনরায় ব্যবসা চালু করার জন্য শিমুলতলীর বালুর গদিঘর পরিষ্কার করার জন্য শ্রমিকেরা কাজ শুরু করেন। এ সময় ঘর খুলতেই ভেতরে গৃহবধূর মরদেহ দেখতে পান শ্রমিকেরা। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। পিবিআই ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে। 

দুর্গাপুর সম্পর্কিত আরও পড়ুন:

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড