হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আটক জামায়াতের ১৯ নেতা-কর্মীকে রিমান্ডে চায় পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার আটক করার পর নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।

আটক নেতা-কর্মীরা হলেন মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ মো. মুজাহিদ (৪৫), সদর জামায়াতের আমির মো. মফিদুল ইসলাম (৫৫), তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম (৪০), ধোবাউড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম (৪০), ডা. আজাহারুল ইসলাম শাহিন (৪৬), হাবিবুল্লাহ শরিফ (৪০), মামুনুর রশিদ (৪৫), মো. আবু নাসের সিদ্দিকী (৫২), মো. আনোয়ার হোসেন (৫০), আসাদুল্লাহ হাফেজ (৫৫), আবদুল কাদের (৫০), মো. জয়নাল আবদীন (৫১), ফজলুল হক মাহবুব (৩৬), আমিনুল হক খান (৬৫), মাওলানা মতিউর রহমান (৫৩), মাওলানা ইউছুফ (৪৩), মো. আব্দুল মতিন (৩৫), মাওলানা মোবারক হোসেন (১৯) ও মাহমুদুল হাসান (৩০)।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টায় জামায়াতের ১৯ জনকে আটক করা হয়। গত ২৮ জুলাই অনুমতি ছাড়া নগরীতে মিছিল করার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় নাশকতার মামলা করে পুলিশ। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত