হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটের ২৫০ হেক্টর জমির আমন ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষক

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

গত বুধবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী হালুয়াঘাটের তিনটি ইউনিয়নের ২৫০ হেক্টর জমির আমন ধান পানির নিচে নিমজ্জিত রয়েছে। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রান্তিক কৃষকেরা। 

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নড়াইল, বিলডোরা, স্বদেশি ও কৈচাপুর এলাকার নিম্নাঞ্চলে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিয়ত হওয়া বৃষ্টির কারণে প্লাবন বেড়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। 

এর আগে চলতি বছরের গত জুলাইয়ের শুরুতে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জেলার হালুয়াঘাট উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়। হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটায়। ওই সময় ঘরবাড়ি, রাস্তা ও বাঁধের ব্যাপক ক্ষতি হয়। 

বিলডোরা গ্রামের প্রান্তিক কৃষকেরা বলেন, গত মাসে পাহাড়ি ঢলে বীজতলা নষ্ট হয়ে যায়। সেই ধাক্কা সামলে গত সপ্তাহে ধারদেনা করে চারা রোপণ করা হয়েছে। কিন্তু আবারও পুরো খেত এখন পানির নিচে চলে গেছে। 
 
নড়াইল ইউনিয়নের কৃষক শহিদুল্লাহ বলেন, ধারদেনা কইরা ১০ শতক জমিতে আমন চারা রোপণ করছিলাম। দুই দিন ধইরা তা পানির নিচে। এখন খুব চিন্তায় আছি। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ২৫০ হেক্টর জমির ফসল পানি নিচে নিমজ্জিত হয়েছে। কিন্তু দ্রুত পানি কমে গেলে তেমন ক্ষতি হবে না। মাঠ পর্যায়ে কর্মকর্তারা প্রতিনিয়ত তা পর্যবেক্ষণ করছেন। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩