হোম > সারা দেশ > ময়মনসিংহ

৮ বছর পর করা মামলায় নান্দাইল পৌর যুবলীগের সভাপতি পিন্টু গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আবু বক্কর ছিদ্দিক পিন্টু। ছবি: আজকের পত্রিকা

আট বছর পর করা মামলায় ময়মনসিংহের নান্দাইল পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক পিন্টুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। তিনি জানান, ‘মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি যুবলীগ নেতা পিন্টু।’

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

২০১৮ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসার সামনে বিএনপি নেত্রীর স্বামী রফিকুল ইসলাম পোস্টার টানাতে যান। সে সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে ১৫০ থেকে ১৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তাঁর মুদিদোকানে লুটপাট চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন। আট বছর পর চলতি বছরের ৪ জানুয়ারি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা