হোম > সারা দেশ > নেত্রকোণা

অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৮ পুলিশসহ আহত অর্ধশত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ৩০-৪০টি দোকান ভাঙচুর ও লুটপাটসহ ৫০-৬০টি অটোরিকশা ভাঙচুর হয়েছে বলে জানায় স্থানীয়রা।

এদিকে মোহনগঞ্জ ও বারহাট্টা থানার পুলিশ প্রথমে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরে নেত্রকোনা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ বুধবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি মোড়ে এ সংঘর্ষ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিশাদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, অটোরিকশাতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উপজেলার বড়কাশিয়া ও বিরামপুর এ দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে এ সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। থামাতে গেলে তিন এসআইসহ ৮ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন, মোহনগঞ্জ থানার এসআই রিশাদ আলম, এসআই শেখ রাসেল, এসআই মমতাজ উদ্দিনসহ ৮ পুলিশ সদস্য। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ময়মনসিংহে পাঠানো গুরুতর আহতরা হলেন, উপজেলার মানশ্রী গ্রামের সাইদুর রহমান, বাখরপুর গ্রামের হাসান, পেরিরচর গ্রামের জোসেফ ও পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের স্কুলছাত্র আকাশ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘অটোরিকশা চালকের সঙ্গে ঝগড়ায় দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ালে তা বড় আকারে রূপ ধারণ করে। মোহনগঞ্জ থানা-পুলিশ ছাড়াও বারহাট্টা থানা-পুলিশ ও জেলা থেকেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  রয়েছে।’

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা