হোম > সারা দেশ > ময়মনসিংহ

জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদুল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের চূড়ান্ত বিজয় দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শহীদুল ইসলাম জয়নাল (৪০)। গতকাল সোমবার বিকেলে যাত্রাবাড়ী এলাকায় জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।

শহীদুল ইসলাম জয়নালের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। তিনি ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

নিহত শহীদুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সেনাপ্রধানের ভাষণ শোনেন শহীদুল। পরে বাসার বাইরে জনতার উল্লাস দেখতে সড়কে বের হন। এ সময় বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী থানা আক্রমণ করে। তাতে পুলিশ গুলি চালালে সড়কে থাকা শহীদুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে যাত্রাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিহত শহীদুল ইসলামের ছেলে এ কে এম লতিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলে, ‘এক অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাবাকে স্ট্রেচারে দেখতে পাই। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। বাবার মৃত্যুতে সংসারটা এলোমেলো হয়ে গেছে।’

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা