নেত্রকোনার মদনে ভাতিজিকে (৭) ধর্ষণের অভিযোগে তামিম মিয়ার (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আজ শনিবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এরপর রাতেই শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তামিম।
শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে শিশুটিকে ঘরে রেখে গোসল করতে যান তার মা। এ সুযোগে শিশুটিকে তামিম মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় সে চিৎকার শুরু করে। এতে তার মা ছুটে আসেন। তখন তামিম পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাতেই তামিমকে আসামি করে মদন থানায় মামলা করেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার করার জন্য আজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।