হোম > সারা দেশ > ময়মনসিংহ

দরজার বাইরে মা-শাশুড়ি, ভেতরে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে শাহনাজ আক্তার শিপু (১৯) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাহালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত শাহনাজ আক্তার শিপু ওই এলাকার জাহিদ হাসানের স্ত্রী। 

স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া বলেন, সকালের দিকে জাহিদ মিয়ার সঙ্গে স্ত্রী শাহনাজ আক্তার শিপুর কথা-কাটাকাটি হয়। জাহিদ হাসানের পরিবারের লোকজন ঘরের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় শাহনাজ আক্তার শিপু হঠাৎ ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। শাহনাজ আক্তারের মা তাদের বাড়িতে আসলে সবাই দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। এ সময় অনেক ডাকাডাকি পরও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এসআই হানিফ মিয়া আরও বলেন, ওই নারী যেহেতু ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাই, তাঁর পেটের বাচ্চা জীবিত আছে কিনা জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তবে, কর্তব্যরত চিকিৎসক পেটের বাচ্চাটিকেও মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন