হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুবার কারাগার থেকে পলাতক আসামি নান্দাইলে গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

গ্রেপ্তার আসামি আতাহার আলী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে আতাহার আলী (৩২) নামে দুবারের জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।

ওসি জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতে উপজেলার শেরপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাহার আলী শেরপুর ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আতাহার আলী নরসিংদীর মনোহরদী এলাকায় খলিলের গরুর খামারে কাজ করতেন। সেখান থেকে পালিয়ে আসলে মালিক মনোহরদী থানায় গরুর চুরির একটি মামলা দেন। সে মামলায় আতাহার আলী গ্রেপ্তার হয়ে নরসিংদী কারাগারে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা হয়। সেখান থেকে গত ১৯ জুলাই পালিয়ে যান আতাহার আলী। চার দিন পর আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠায় আতাহার আলীকে।

এদিকে গত ৭ আগস্ট কাশিপুর কারাগারে হামলা হয় সেখান থেকেও আতাহার আলী পালিয়ে যান। এ ঘটনায় কোনাবাড়ী থানায় ১৫ আগস্টে ভাঙচুর ও লুটপাটের মামলা হয়। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আতাহার আলী নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় এলাকায় আত্মগোপনে ছিলেন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত