হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুবার কারাগার থেকে পলাতক আসামি নান্দাইলে গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

গ্রেপ্তার আসামি আতাহার আলী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে আতাহার আলী (৩২) নামে দুবারের জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।

ওসি জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতে উপজেলার শেরপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাহার আলী শেরপুর ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আতাহার আলী নরসিংদীর মনোহরদী এলাকায় খলিলের গরুর খামারে কাজ করতেন। সেখান থেকে পালিয়ে আসলে মালিক মনোহরদী থানায় গরুর চুরির একটি মামলা দেন। সে মামলায় আতাহার আলী গ্রেপ্তার হয়ে নরসিংদী কারাগারে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা হয়। সেখান থেকে গত ১৯ জুলাই পালিয়ে যান আতাহার আলী। চার দিন পর আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠায় আতাহার আলীকে।

এদিকে গত ৭ আগস্ট কাশিপুর কারাগারে হামলা হয় সেখান থেকেও আতাহার আলী পালিয়ে যান। এ ঘটনায় কোনাবাড়ী থানায় ১৫ আগস্টে ভাঙচুর ও লুটপাটের মামলা হয়। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আতাহার আলী নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় এলাকায় আত্মগোপনে ছিলেন।

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল