হোম > সারা দেশ > নেত্রকোণা

স্ত্রীকে ধর্ষণকারী যুবককে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় রাজিব তালুকদার (৩৮) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দীপ ভৌমিক (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ

আজ শুক্রবার সকালে উপজেলার বড়কাঁপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে রাজিবের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে অসংখ্য ছুরিকাঘাত ও কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিতেই রাজিবকে হত্যা করেন দীপ ভৌমিক। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন দীপ। পরে তাঁর দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

নিহত রাজিবের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে একটি ফোনকলে বাড়ি থেকে বের হয়ে যান রাজিব। পরে সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাজিব উপজেলার ইউপি বড়কাঁপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব এলাকায় চুরি করতেন। তাঁর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এ ছাড়া এলাকার মেয়েদের উত্ত্যক্ত করতেন। দীপ ভৌমিকের স্ত্রীকে ধর্ষণ করেন রাজিব। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজিবকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখেন। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহজনকভাবে দীপ ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করে দীপ জানান, তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছিলেন রাজিব। বিষয়টি জানার পর রাজিবের ওপর প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করা হয়। একপর্যায়ে দীপ বৃহস্পতিবার দিবাগত রাতে মোবাইল ফোনে কল করে রাজিবকে নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন।

দীপ আরও বলেন, দীপের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীর পরিবার।

আরও খবর পড়ুন:

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র