হোম > সারা দেশ > ময়মনসিংহ

মূল জাতীয় দলে জায়গা পেলে আমার মায়ের স্বপ্নপূরণ হবে: সাফজয়ী অধিনায়ক আসিফ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-২০) শিরোপা জয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, ‘আমার তো বাবা নেই। তিন বছর বয়সের বাবা মারা যান। তখন থেকে আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে। আজকে আমি যা হয়েছি, যা পেয়েছি সব আমার মায়ের কল্যাণে। আমার মায়ের স্বপ্ন, আমি জাতীয় মূল দলে খেলব। যদি সুযোগ পাই, দলের জন্য, দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু এনে দিতে পারব।’ 

আজ রোববার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আশরাফুল হক আসিফ। 

আসিফ বলেন, ‘আমি তো বাবাকে পাইনি। বাবার আদর-স্নেহ কেমন হয় আমি তো জানি না। তবে বাবার সেই অভাব পূরণ করেছে আমার বটবৃক্ষ বড় ভাই আরিফুল হক। ছোট্ট জীবনে তাঁর অবদানও কোনো অংশে কম নয়। আমি জাতীয় মূল দলে খেলব—এটি তাঁরও স্বপ্ন।’ 

আসিফ আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার সব সহকর্মীদের (অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়) প্রতি। কেন না, বাংলাদেশ জাতীয় ফুটবল (অনূর্ধ্ব-২০) দলের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমার সব সহকর্মী তাঁদের সর্বোচ্চটা দিয়ে খেলার কারণে আমাকে তেমন চাপ নিতে হয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সিনিয়র সহসভাপতি মো. জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল হক, কোষাধ্যক্ষ মো. ইসহাক মিয়া, সদস্য রাকিবুল ইসলাম শুভ, শরীফুল আলম ও মো. শফিউল্লাহ। 

এর আগে সম্প্রতি আসিফের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল (অনূর্ধ্ব-২০) নেপালকে হারিয়ে শিরোপা জয় করে। আসিফের অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জয় করে।

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন