ময়মনসিংহের নান্দাইলে বাদল চন্দ্র আচার্য (৫৫) নামের এক পল্লিচিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার আচারগাঁও ইউনিয়নের উদংঠাকুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ।
নিহত বাদল চন্দ্র আচার্য মৃত হেম চন্দ্র আচার্যের ছেলে। তিনি স্থানীয় আচারগাঁও জামতলা বাজারের পল্লিচিকিৎসক ছিলেন।
পুলিশ ও পরিবার থেকে জানা গেছে, আজ বিকেলে বাদল চন্দ্র ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে বাদল চন্দ্রের মৃত্যুর সঠিক কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।