হোম > সারা দেশ > ময়মনসিংহ

৭৮ বছর বয়সে ৪০ বছরের বিধবাকে বিয়ে করলেন বীর মুক্তিযোদ্ধা 

১৯৭১ সালে সাহসী যুবক নুরুল হক ফকির ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। ছিনিয়ে আনেন দেশের স্বাধীনতা। এরপরে আর বিয়ে করার ইচ্ছা জাগেনি তাঁর। এভাবেই কেটে গেছে ৭৮ বছর। তবে জীবনের গোধূলি লগ্নে এসে বিয়ে করলেন ৪০ বছরের এক বিধবা নারীকে। 

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকিরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ২টার দিকে তিনি বিধবা মিনা আক্তারকে (৪০) বিয়ে করেছেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। মিনা আক্তার পাশের কেন্দুয়া উপজেলার সোহাপুর গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী। 

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির সাত ভাইদের মধ্যে চতুর্থ। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে অংশ নেন। মুক্তিযুদ্ধের পরে ভাইয়েরা বিয়ে করানোর চেষ্টা করলেও বিয়ে করতে রাজী হয়নি। এভাবে ৭৮ বছর কেটে যায়। পরে সম্প্রতি নিজেই বিয়ের কথা বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির। ফলে দেখাশোনার পর দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দেড় লাখ টাকা কাবিনে বিয়ে করেন তিনি। 

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির জানান, ‘বয়সে বেড়েছে। এখন চলতে পারি না। আমাকে দেখাশোনা করার জন্য একজন সঙ্গী প্রয়োজন। তাই নিজের ইচ্ছাতেই বিয়ে করতে রাজী হয়েছি।’

বিয়ের সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ দুই পরিবারের লোকজন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত