হোম > সারা দেশ > ময়মনসিংহ

কানুরামপুর-ত্রিশাল সড়কে বাস সার্ভিস চালু

প্রতিনিধি

নান্দাইল: কানুরামপুর-ত্রিশাল সড়কে শালবন বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কানুরামপুর খেলার মাঠে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্পাদক আফম শামছুল আলম তালুকদার এ কার্যক্রমের উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন বলেন, নান্দাইল উপজেলায় কোনো বাস টার্মিনাল নেই। কানুরামপুরকে উপজেলার কেন্দ্রীয় টার্মিনাল করা হবে। শালবন বাস সার্ভিস চালু হওয়াতে এ উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার যোগাযোগ সহজ হবে। আমার এলাকার জনগণ অল্প খরচে ত্রিশাল যাতায়াত করতে পারবে।

উদ্বোধনী বক্তব্যে আফম শামছুল আলম তালুকদার বলেন, ‘বাস সার্ভিস চালু হওয়ার পেছনে এমপি মহোদয়ের অবদান সবচেয়ে বেশি। জনগণ এখন অল্প সময়ে অল্প টাকায় যাতায়াত করতে পারবে। শালবন বাস সার্ভিস কানুরামপুর টু ত্রিশাল ভায়া ময়মনসিংহ সড়কে চলাচল করবে।’

মামুন আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাস চালু হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। সিএনজিতে ত্রিশাল গেলে ৬০ টাকা ভাড়া লাগত, এখন তো ২০ টাকা দিয়ে ত্রিশাল যেতে পারব। বাস চালু হওয়াতে এমপি এবং বাস সার্ভিস কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’

বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, যুবলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক বাহার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, বিশিষ্ট সাংবাদিক বাবু প্রদীপ ভৌমিক, মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি শাহজাহান কবির। এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও মোটরযান শ্রমিক–কর্মচারীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার