হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাঁতরে ব্রহ্মপুত্র পাড়ি দিতে গিয়ে যুবক নিহত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পাড়ি দিতে গিয়ে ফয়সাল আহমেদ চয়ন (২৮) নামের এক যুবক নদীতে ডুবে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদ সাঁতরে নদীর ওপারে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে মারা যান তিনি। 

চয়ন উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সোহেল জানান, আজ দুপুরে আমি, চয়নসহ কয়েকজন বন্ধু নদীতে গোসল করতে যাই। গোসলের একপর্যায়ে সাঁতরে নদের ওপারে চলে যাই। এ সময় চয়ন সাঁতরে আমাদের পেছনে পড়ে যায় এবং মাঝ নদীতে আসার পরে ওর চিৎকার শুনতে পাই। পরে দেখি চয়ন নদীতে তলিয়ে যাচ্ছে। এ সময় আমি ও আমার বন্ধুরা নৌকা নিয়ে দ্রুত চয়নের তলিয়ে যাওয়া জায়গায় আসি। চয়নকে উদ্ধারের জন্য সেখানে রশি ও বাঁশ ফেলা হয়। খবর পেয়ে গ্রামবাসীরাও ছুটে এসে জাল ফেলে চয়নকে খোঁজার চেষ্টা করে। পরে প্রায় দেড় ঘণ্টা জাল ফেলে খোঁজার পরে মৃত অবস্থায় চয়নের মরদেহ জালে উঠে আসে। 

স্থানীয় বাসিন্দা কাজী লুৎফর রহমান জানান, চয়নের নদীতে ডুবে যাওয়ার খবর জানতে পেরে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবরটি জানাই। পরে তারা আসার আগেই চয়নের মরদেহ পাওয়া যায়। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, ঘটনাটি অবগত হয়েছি। ইতিমধ্যে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। 
 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার