ময়মনসিংহের ভালুকায় এক স্কুলছাত্রীকে (১৪) দলবেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মোহাম্মদ উজ্জ্বল মিয়াকে (২৯) লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করছেন।
লালমনিরহাট জেলার সদর থানার বত্রিশ হাজার নামক এলাকা থেকে গতকাল রোববার সকাল ৯টার দিকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল মিয়ার বাড়ি ভালুকা উপজেলার কুল্লাব গ্রামে।
পুলিশ জানায়, ৯ জানুয়ারি ভালুকা উপজেলার এক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি। ওই ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লালমনিরহাট জেলার সদর থানার বত্রিশ হাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন আজকের পত্রিকাকে জানান, গণধর্ষণ মামলার মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়াকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।