হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাসপাতালে অসুস্থ মাকে দেখে ফেরার পথে লাশ হলেন সন্তান

প্রতিনিধি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ): অসুস্থ মাকে হাসপাতালে দেখে বাড়ি ফিরে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় আরিফ খান প্রান্ত (১৪) নামের এক কিশোর। আজ মঙ্গলবার তার অসুস্থ মা খুরশিদ জাহানকে হাসপাতালে দেখে ফিরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন বিকেলে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের লক্ষ্মীপুর দাসবাড়ি সংলগ্ন সড়কে ড্রামট্রাক ও সিএনজি এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হেলনা খাতুন (৬৫) নামের এক নারীসহ দুজন গুরুতর আহত হন। তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ খান প্রান্তকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া অনার্স কলেজের প্রধান সহকারী আ. লতিফ খান ও ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক খুরশিদ জাহানের দ্বিতীয় ছেলে আরিফ খান। সে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও স্কাউটার।

এর আগে সোমবার (২১ জুন) ময়মনসিংহ একটি প্রাইভেট হাসপাতালে অপারেশন করা হয় মা খুরশিদ জাহানের। অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন প্রান্ত।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহা. আজিজুল রহমান জানান, ঘাতক ড্রামট্রাক ও দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা