হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ একর ৪৮ শতাংশ সম্পত্তি উদ্ধার হয়েছে।

আজ মঙ্গলবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে এই উচ্ছেদ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।

সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। এক্সকাভেটর দিয়ে পাকা ও টিনের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কেউ কেউ দোকানের আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে যান।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩-০৪ সালে বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে জায়গা আবার দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়। এই পরিপ্রেক্ষিতে কালিয়াপাড়া বাজার অধিকার রক্ষা আন্দোলন কমিটি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে জমি লিজ দিতে আন্দোলন শুরু করে। কমিটি মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়।

কমিটির নেতা আবুল কালাম সোহেল জানান, প্রশাসনের উচ্ছেদ করা জায়গা এখন প্রকৃত ব্যবসায়ীদের লিজ দিলে তাঁরা খুশি হবেন। এতে কেউ একাধিক ঘরের মালিক হতে পারবেন না।

তবে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন। আল আমিন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমার বড় ভাই ৩ লাখ টাকা দিয়ে দোকান কিনেছিল। ম্যাজিস্ট্রেট এসে ভেঙে দিছে। আমাদের তো সব শেষ। এখন তো ব্যবসা ছাড়া চলাফেরা খুবই কঠিন হয়ে যাবে।’

আরেক ব্যবসায়ী নুসরাত উল্লাহ বলেন, ‘আমার বাবা-দাদারা এখানে ব্যবসা করে গেছে। এখন তো বাজার উচ্ছেদ করে দিছে। সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনকে দোকানপাট না ভাঙার জন্য প্রায় ২০০ দোকানদার থেকে ৫৭ হাজার করে টাকা দেওয়া হয়েছিল। পরে গত নির্বাচনের আগে ১৬ হাজার টাকা করে ফেরত দিয়েছিল। বাকি টাকা রয়ে গেছে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধভাবে গড়ে তোলা ২৫০টির অধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারি জায়গা দখলমুক্ত হয়েছে। এগুলো শিগগির একসনা বন্দোবস্ত করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া হবে।’

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ