ময়মনসিংহের নান্দাইলে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আরাফ (৬)। সে নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঝালুয়া গ্রামের আল আমিনের ছেলে। নান্দাইলে আমিন ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলে প্লে শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয়রা ও হাইওয়ে থানা-পুলিশ বলছে, নিহত শিশু আরাফ নান্দাইল মডেল মসজিদ সংলগ্ন আমিন ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুলে প্লে শ্রেণিতে পড়াশোনা করত। সোমবার সকালে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী রুহান পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। খবর পেয়ে নান্দাইল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হয়। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। বাসটিকে ত্রিশাল থানায় নেওয়া হয়েছে।’