হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাঁতরে ব্রহ্মপুত্র পাড়ি দিতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর): গরুর জন্য ঘাসের বোঝা নিয়ে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পাড়ি দিতে গিয়ে ইসমাঈল হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (২০ মে) দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইসমাঈল হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাংগার গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন জানান, গতকাল শনিবার বেলা আনুমানিক ১টার দিকে ইসমাইল হোসেন গরুর জন্য ঘাস আনতে যান। ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পাড়ি দিতে গেলে তিনি স্রোতে তলিয়ে যান। এলাকাবাসী তাঁর তলিয়ে যাওয়া স্থানসহ নদের বিভিন্ন স্থানে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

পরে এলাকাবাসী খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। চার ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে রাত বেশি হয়ে যাওয়ায় এবং নদের স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে ব্রহ্মপুত্র নদে আবারও উদ্ধার অভিযান শুরু করে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃদ্ধ ইসমাঈল হোসেনের নিখোঁজের খবরটি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় হত্যা মামলার ৩ আসামি মুক্ত হয়: র‌্যাব

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

ময়মনসিংহে তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ-আগুন, আহত ৩০

নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে বহিষ্কার

ভালুকায় দিপু হত্যা: স্লোগান দিয়ে উসকানির অভিযোগে আরও একজন গ্রেপ্তার

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির বিদ্রোহে সংঘাতের শঙ্কা

শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় মিলল ১৩০১ বোতল বিদেশি মদ, আটক ৩