হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় প্রশাসনের পাহারায় কেন্দ্রে গেলেন ভোটাররা

নেত্রকোনা প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশি পাহারায় এক গ্রামের ভোটাররা অন্য গ্রামের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আজ বুধবার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তাঁরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, ছিলিমপুর ও দুল্লী গ্রামের ভোটারদের ভোটকেন্দ্র হচ্ছে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই গ্রামের দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। পরে দুল্লী গ্রামের ভোটাররা মিলে প্রশাসনের সহায়তায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।

দুল্লী গ্রামের বাসিন্দা ভোটার মোস্তাক আহম্মদ বলেন, ‘সকালে ছিলিমপুর গ্রামের কিছু লোক আমাদের গ্রামের লোকজনকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়। আমরা বিষয়টি প্রশাসনকে জানাই। পরে ইউএনওসহ প্রশাসনের লোকজন আমাদের গ্রামে আসেন। তাঁরা গ্রামের ভোটারদের সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান। পরে আমরা শান্তিপূর্ণভাবে সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিই।’

উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ৯৬টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত