হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা চিনি ও চোরাই কসমেটিক জব্দ করেছে টাস্কফোর্স। যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।  

অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

অভিযানে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ–পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরও সদস্য। 

অভিযান সূত্রে জানা গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সেই সঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন কসমেটিকস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। 

দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযানে জব্দ মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত